বিএনপি নেতা এডভোকেট জালাল উদ্দিনের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগ
ফরহাদ হোসেন রাজ (কিশোরগঞ্জ প্রতিনিধি)
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বর্ষিয়ান রাজনীতিবিদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট জালাল উদ্দিন (পাবলিক প্রসিকিউটর) এর বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে।
জানা যায়, সম্প্রতি কিছু বহিরাগত অনুপ্রবেশকারী যারা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদেরকে পাকুন্দিয়া উপজেলা বিএনপিতে স্থান না দেওয়ায় একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর একটি দৈনিক পত্রিকায় এডভোকেট জালাল উদ্দিনকে জড়িয়ে ভুয়া নিউজ প্রকাশিত হয়। তবে ওই সংবাদে উল্লিখিত বিষয়ে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
১৯৭৮ সালে ছাত্রজীবনে বিএনপিতে যোগ দিয়ে এডভোকেট জালাল উদ্দিন রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ১৯৮৫ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। টানা ২৪ বছর এ পদে থেকে ২০০৯ সালে উপজেলা বিএনপির সভাপতি হন। পরে ২০১১ সালে পাকুন্দিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং ২০১৭ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।
করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই নেতার নামে মিথ্যা সংবাদ প্রকাশে পাকুন্দিয়া ও কটিয়াদী আসনের জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, তিনি কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের মনোনয়ন প্রত্যাশী।