মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুন্দগ্রাম বাজারে লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন।
কর্মসূচিতে আদমদীঘি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।