
স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনির
সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনের মাঠে নেমেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। একই আসনে বিএনপির ঘোষিত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের বিপরীতে তিনি নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে মিজানুর রহমান চৌধুরীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি, সৈয়দ মনসুর আহমদসহ তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।
এ বিষয়ে মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি, সৈয়দ মনসুর আহমদসহ নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।”
তার এ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় শৃঙ্খলা ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে কী প্রভাব পড়বে—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।