হবিগঞ্জ জেলা প্রতিনিধি: ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানার নতুন তদন্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নুর মোহাম্মদ। এর আগে, তিনি ছাতিয়াইন পুলিশ ফাঁড়ি ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার দক্ষতা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতার জন্য প্রশংসিত হয়েছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর নুর মোহাম্মদ বলেন, “আমি বাহুবল মডেল থানার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবো। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।”
তিনি আরও জানান, পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন, দ্রুততম সময়ে সেবা প্রদান এবং থানায় আগত প্রত্যেক নাগরিকের সমস্যা গুরুত্বের সঙ্গে সমাধান করাই হবে তার প্রধান লক্ষ্য।
নুর মোহাম্মদের দায়িত্ব গ্রহণে বাহুবল মডেল থানার নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা তার অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাহুবলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার আহ্বান জানান।
নতুন তদন্ত ওসির উদ্দেশ্য ও অঙ্গীকার
নুর মোহাম্মদ তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং বাহুবল মডেল থানাকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করার প্রত্যয় ব্যক্ত করেছেন।