
সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট
বালাগঞ্জ উপজেলা সদরের বাজার ও শতবছরের কেন্দ্রীয় জামে মসজিদের দেওয়াল ঘেঁষা বালাগঞ্জ পুরাতন থানার পরিত্যক্ত খালি স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড়, মসজিদের একাংশ এবং পুরাতন থানার জায়গা ধসে পড়েছে। বিষয়টি নিয়ে মসজিদ কর্তৃপক্ষের আপত্তি উপেক্ষা করা হয়েছে।
জানা গেছে, মেসার্স বেলাল কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েকদিন ধরে এই স্থানে বালু উত্তোলন করছে। মসজিদ কর্তৃপক্ষ আপত্তি জানিয়লেও রাতের বেলা বালু উত্তোলনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
বালাগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ে নদীভাঙন রোধ প্রকল্পের আওতায় ৪টি স্থানে ৫৫ মিটার জায়গা নিয়ে আড়াইশ কেজির জিও ব্যাগ বসানোর কথা রয়েছে। এর মধ্যে একটি হাসপাতালের সামনে এবং তিনটি বালাগঞ্জ বাজারে। বালাগঞ্জ বাজারের অন্যতম ঐতিহ্য হলো কেন্দ্রীয় জামে মসজিদ, যেখানে ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এশার নামাজ আদায় করেছিলেন।
অবৈধ বালু উত্তোলনের ফলে মসজিদের অজুখানার হাউজ, প্রস্রাবখানা, কাজী অফিসসহ আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজারও হুমকির মুখে রয়েছে। আগে এখানে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের মাধ্যমে নদীর পাড়ে বেড়া ছিল, তা ভেঙে ১০ ফুট নিচে চলে গেছে।
এই বিষয়ে সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম বারী জানান, তিনি নদীভাঙনের জায়গাটি পরিদর্শন করেছেন। মসজিদের একাংশে ভাঙনের কারণ মূলত অজুর পানির প্রবাহ ও বালু উত্তোলন কার্যক্রম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালাগঞ্জ থানাকে বিষয়টি জানানো হলেও ক্ষতি বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা এখনও নেওয়া হয়নি।