প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য আমি তৈরি তিনি যে কোনো ত্যাগ স্বীকার করবেন। জনগণের কল্যাণে প্রয়োজনে আমি বাবার মতো বুকের রক্ত দিতেও প্রস্তুত।" তিনি এ কথা বলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে আয়োজিত জনসভায়।
প্রধানমন্ত্রী বলেছেন, "আমি যেদিন বাংলাদেশে ফিরে এসেছি, আমার কেউ ছিল না। যাদের রেখে গিয়েছি, এয়ারপোর্টে এগিয়ে দিতে এসেছিল আমার ভাইয়েরা, ফিরে এসে আমি তাদের পাইনি। পেয়েছিলাম সারি সারি কবর। বাংলাদেশের মানুষকেই আমি আমার পরিবার হিসেবে নিয়েছি।"
তিনি মন্তব্য করেছেন, "আমি ফিরে পেয়েছি আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ। কাজেই আপনাদের কল্যাণের জন্য, আপনাদের উন্নয়নের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। প্রয়োজনে বাবার মতো বুকের রক্ত দিতেও আমি প্রস্তুত।"
তিনি জনগণকে উদ্বুদ্ধ করতে জনসভায় বিএনপি-জামায়াতের সহিংসতা ইঙ্গিত করেছেন এবং বলেছেন, "কোনো মানুষের মধ্যে যদি মনুষ্যত্ববোধ থাকে তাহলে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না।"
প্রধানমন্ত্রী বলেছেন, "বাংলাদেশকে জাতির পিতা স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন, তার আদর্শ বুকে নিয়ে ও পদাঙ্ক অনুসরণ করে আজকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি।"
তিনি জনগণকে উদ্বুদ্ধ করতে জনসভায় বিএনপি-জামায়াতের সহিংসতা ইঙ্গিত করেছেন এবং বলেছেন, "কোনো মানুষের মধ্যে যদি মনুষ্যত্ববোধ থাকে তাহলে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না।"
বিভিন্ন জায়গায় জীবন্ত মানুষগুলোকে ওই বিএনপি-জামায়াত পুড়িয়ে পুড়িয়ে হত্যা করছে, তা দেখে প্রধানমন্ত্রী আপনাদেরকে সাবধান থাকতে আহ্বান করেছেন।
সমাপ্তে তিনি বলেছেন, "আমরা উন্নয়ন করি, আমরা সৃষ্টি করি, ওরা ভাঙে, ওরা নস্যাৎ করে। ওরা ধ্বংস করতে জানে জনগণের কল্যাণ করতে জানে না। কাজেই ওদের কাছ থেকে জনগণকে সাবধান থাকতে হবে।"