
মিনহাজ উদ্দীন, আলীকদম প্রতিনিধি:
আসন্ন সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী পরিবর্তনের দাবিতে আলীকদমে পদযাত্রা ও মানববন্ধন করেছে বিএনপি, সহযোগী সংগঠন ও পাহাড়ি-বাঙালি তৃণমূল নেতাকর্মীরা। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে আলীকদম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হওয়া পদযাত্রা উপজেলা বাজারে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় আলীকদম উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন, হাতে ব্যানার, ফেস্টুন ও ধানের শীষ প্রতীক নিয়ে।
পদযাত্রার সময় বক্তব্যে জুলফিকার আলী ভুট্টো বলেন, “পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থে এবং দলের জন্য জাবেদ রেজা’কে মনোনয়ন দিতে হবে। তিনি মনোনয়ন বঞ্চিত হলেও কখনও নেতাকর্মীদের ছেড়ে যাননি।”
জয়নাল আবেদীন বলেন, “পাহাড়ি-বাঙালি বিভেদ সৃষ্টিকারী কোনো নেতাকে আমরা মেনে নেব না। ধনী-গরীব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য একজন নেতা ধানের শীষের প্রার্থী হওয়া উচিত।”
এছাড়া বিএনপি নেতা আব্দুল হামিদ, মোহাম্মদ ইউনুচ ও আবুল কালামও বক্তব্য রাখেন। নেতাকর্মীরা আশা করছেন, দলীয় হাইকমান্ড তাদের শান্তিপূর্ণ দাবির গুরুত্ব অনুধাবন করে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণা করবেন।