
মো: ইনতাজ হোসেন (বান্দরবান)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বান্দরবান–৩০০ আসনে নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হচ্ছে। এর ধারাবাহিকতায় শাপলা কলির মনোনীত সংসদ প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন ২৮ জানুয়ারি বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের গুলিস্তান বাজারে পথসভা ও গণসংযোগে অংশ নেন।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। এমপি প্রার্থী বাজারের দোকানদার, পথচারী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করে সরাসরি কথা বলেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা শোনেন। তিনি বলেন, রাজনীতি তাঁর কাছে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম, ক্ষমতার জন্য নয়।
পথসভায় আবু সাঈদ মো. সুজাউদ্দিন বলেন, বান্দরবান দীর্ঘদিন উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে জেলা উন্নয়ন করবেন। বিশেষভাবে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা বাড়ানো হবে।
তিনি আরও বলেন, রাজনীতিতে শুদ্ধতা ও মানবিকতা ফিরিয়ে আনা সময়ের দাবি। কোনো অন্যায়, অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আপস করা হবে না।
স্থানীয়রা তার আন্তরিকতা ও খোলামেলা আচরণকে আশাব্যঞ্জক মনে করেন। পথসভায় তরুণ ও নারীদের সঙ্গে আলাদা করে আলোচনা হয়। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে তিনি বিশেষ গুরুত্ব দেন।
পথসভা সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সরাসরি গণসংযোগ আবু সাঈদ মো. সুজাউদ্দিনের প্রচারণাকে নতুন গতি দিয়েছে।