বান্দরবানের আলীকদম উপজেলা থেকে থানচি যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে উপজেলার ডিম পাহাড়ের নিচে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দেন। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনা তদন্তের প্রস্তুতি নিচ্ছে।