
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবানের নীলাচল সড়কের মেঘদুয়ারি রিসোর্টের মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভি অপহরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে ৮ ডিসেম্বর রাত ১০-১২টার সময়, যখন তারা মোটরসাইকেলযোগে রিসোর্টের দিকে যাচ্ছিল। অপহরণকারী ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল ছিল। অপহরণকালে তাদের মোটরসাইকেল সড়কের পাশে জঙ্গলে পড়ে ছিল।
অপহরণের পরপরই পরিদর্শনে এসেছে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী। এখনো পর্যন্ত অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেনি। রিসোর্ট মালিকের ছোট ভাই রাজু কর্মকার জানান, কিছুদিন ধরে একটি গ্রুপ চাঁদা দাবি করছিল। পরিবারের পক্ষ থেকে পুলিশের সহযোগিতায় অপহৃতদের নিরাপদে ফিরে পাওয়ার চেষ্টা চলছে।
বান্দরবান জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান নিশ্চিত করেছেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অপহৃতদের উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।