
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
"প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি"— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বান্দরবানেও মর্যাদাপূর্ণভাবে পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
আজ ৩ ডিসেম্বর (বুধবার) সকালে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মুহুরী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রীনী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জিনিয়া চাকমা, এস এম মনজুরুল হক এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, শফিকুল ইসলাম, জর্জ ত্রিপুরা, লালহিম থাং বমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা। এছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তিরাও অংশ নেন।
বক্তারা বলেন,
“প্রতিবন্ধী ব্যক্তিরা কারো বোঝা নয় বা করুণার পাত্রও নয়। আন্তরিক সহায়তা পেলে তারাও সমাজ ও দেশের সম্পদে পরিণত হতে পারেন।”
তারা আরও বলেন,
“প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা রক্ষা শুধু নীতিমালার ব্যাপার নয়; এটি মানবিক দায়িত্ব।”
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণ করেন।
উল্লেখ্য, প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্বব্যাপী ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ পালিত হয়। ১৯৯২ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া এ দিবসটি শারীরিকভাবে অসম্পূর্ণ ব্যক্তিদের অধিকার, মর্যাদা, সহমর্মিতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে পালন করা হয়।