বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
সারাদেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলায় আজ মর্যাদাপূর্ণ ভাবে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস। এ দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি-প্রতিবন্ধী ব্যাক্তির উন্নয়ন।
আজ: ১৫ অক্টোবর (বুধবার) সকাল ১০টায় রেলি পর্ব শেষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক শামীম আরা রীনী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব, বান্দরবান প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কর্মকর্তা সঞ্জয় মিস্ত্রী, বান্দরবান জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন, এ সময় আরো প্রতিবন্ধী ব্যক্তিদের তরফ থেকে বক্তব্য রাখেন, বিনামিন ত্রিপুরা ১০ম শ্রেণীর ছাত্র সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সুয়ালক বান্দরবান, এবং লালহিম থাং বম কম্পিউটার প্রশিক্ষক বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, এবং সভায় সভাপতিত্ব করেন, বান্দরবান পার্বত্য জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মুহুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, যাদের নিয়ে এ দিবস দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সভায় বক্তারা বলেন, দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে সকল ধরনের মানুষদের নিয়েই উন্নয়নের পথে অগ্রসর হতে হবে তবেই দেশ উন্নতির শিখরে পৌঁছাবে। প্রতিবন্ধী ব্যাক্তিরা কারো করুনা পাত্র নয়, তারাও আমাদের সবার মতো সৃষ্টিকর্তার সৃষ্টির সেরা জীব। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও এদেশের সেবায় নিয়োজিত হতে পারবে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বান্দরবান জেলা প্রশাসক শামীম আর রীনী ৫ জন দৃষ্টি-প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন।
উল্লেখ্য: ১৯৬৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সাদাছড়ি ও নিরাপত্তা দিবস পালিত হয়। পরে ১৯৭৪ সালে জাতিসংঘ ১৫ অক্টোবর কে বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস হিসেবে পালন করার নির্দেশ দেওয়ার পর থেকে এ দিনটিকে সারা বিশ্বজূড়ে দৃষ্টি-প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এ দিবসটি মর্যাদাপূর্ণ ভাবে পালিত হয়ে থাকে। সাদাছড়ি দৃষ্টি-প্রতিবন্ধী ব্যাক্তির চলাফেরা করার অন্যতম মাধ্যম ও হাতিয়ার। সাদাছড়ির সাহায্যে দৃষ্টি-প্রতিবন্ধী রা উঁচু-নিচু, মাটির রাস্তা, পাকা রাস্তা, গর্ত, অনুমান করতে পারেন। প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস সফল ও সার্থক হোক সেই প্রত্যাশা।