বিশেষ প্রতিনিধি:আনহাজ হোসাইন হিমেল
বাংলাদেশে বসে বিদেশি পর্নোগ্রাফি সাইটে ভিডিও ধারণ, তৈরি ও প্রচারের অভিযোগে এক তারকা দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৯ অক্টোবর) রাতের অভিযানে বান্দরবান জেলা শহর থেকে তাদের আটক করা হয়।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, গ্রেপ্তার দম্পতি বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি পর্নোগ্রাফি ওয়েবসাইটে নিয়মিত ভিডিও আপলোড করতেন। তাদের পরিচালিত প্রোফাইল ইতোমধ্যে প্ল্যাটফর্মটির শীর্ষ কনটেন্ট নির্মাতাদের একটিতে পরিণত হয়েছিল।
গোপন তথ্যের ভিত্তিতে সিআইডির একটি বিশেষ দল বান্দরবানে অভিযান চালায়। সেখানে থেকে দম্পতিকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২’ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে—
বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও বিদেশি সাইটে আপলোড করতেন তারা।
এসব কনটেন্ট থেকে তারা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অন্যদেরও এই কাজে যুক্ত হতে উৎসাহিত করতেন।
ফলে দেশে বসে পর্নো কনটেন্ট তৈরির একটি নেটওয়ার্ক গড়ে উঠছে বলে সন্দেহ করছে সিআইডি।
‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২’ অনুযায়ী—
পর্নো কনটেন্ট তৈরি, সংরক্ষণ ও প্রচার একটি ফৌজদারি অপরাধ।
এ অপরাধে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
সম্প্রতি “দ্য ডিসেন্ট” নামের একটি অনলাইন সংবাদমাধ্যম প্রথম এই দম্পতির কর্মকাণ্ডের তথ্য প্রকাশ করে। এরপরই সিআইডি তদন্তে নেমে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।