বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবান পার্বত্য জেলা সদরের ঐতিহ্যবাহী রাজার মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) জেলা কমিটির উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
আজ ২ ডিসেম্বর (সোমবার) সকাল ৯টা ৩০ মিনিটে গণসংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ১০টায় শুরু হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন—
-
উ উইন মং জলি মার্মা, সহ–সাধারণ সম্পাদক, জেএসএস কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি—
-
উমেচিং মারমা, সভানেত্রী, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও সদস্য, আঞ্চলিক পরিষদ।
সভাপতিত্ব করেন—
-
সুমন মারমা, সভাপতি, জেএসএস বান্দরবান জেলা শাখা।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক সংগঠন–সমিতির নেতৃবৃন্দ, গণসমাবেশে অংশগ্রহণকারী শত শত মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
বক্তাদের বক্তব্য
বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে শান্তি–শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গভাবে চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়নি। এর পিছনে “অদৃশ্য মহলের ষড়যন্ত্র” কাজ করছে বলে অভিযোগ করেন তারা।
তারা ওই ষড়যন্ত্রকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন—
“সময় থাকতে ষড়যন্ত্র বন্ধ করুন, না হলে পাহাড়ের আদিবাসী জনগণ প্রতিরোধে দাঁড়াতে বাধ্য হবে।”
জনসমাবেশের দাবি
গণসমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, পার্বত্য চট্টগ্রামে অপহরণ, নারী নির্যাতন, খুন–গুমসহ নানা অপরাধ বাড়ছে। ফলে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে শান্তি চুক্তি বাস্তবায়ন এখন অত্যন্ত জরুরি।
তাদের একমাত্র দাবি—
“দ্রুত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন করা হোক।”













