বান্দরবানে পরিবেশ হানির দায়ে ৭ প্রতিষ্ঠানের জরিমানা
বান্দরবান পার্বত্য জেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা ও পাহাড় কাটার অভিযোগে ৭টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে মোট ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলার জেলা সদরের গ্রীনপিক রিসোর্টকে ৪ লাখ টাকা, আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে ২ লাখ ৭০ হাজার টাকা এবং অন্যান্য প্রতিষ্ঠানের উপর বিভিন্ন অঙ্কের জরিমানা প্রদান করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, অনুমোদন ছাড়া পাহাড় কাটার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
