
বান্দরবান পার্বত্য জেলা পৌরশহরের দৃষ্টিনন্দন ট্যানেলের মাটি অপসারণের অভিযোগে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে বান্দরবান সদর উপজেলা প্রশাসন।
৩ নভেম্বর (রবিবার) দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অভিযুক্ত মোহাম্মদ ইয়াসিন (৩২) কে জরিমানা করা হয়। তাকে বান্দরবান সদরের সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের খেলাধুলার মাঠ সংস্কারের নির্দেশও দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা হিরামনী, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন, পুলিশ প্রশাসনের সদস্য এবং সাংবাদিকবৃন্দ।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, পরিবেশের সৌন্দর্য রক্ষার জন্য এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।