
মোঃ শামীম
পটুয়াখালী জেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি মহোদয় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, সচিব, স্থানীয় সরকার বিভাগ
জনাব আবদুর রহমান, পুলিশ সুপার, বান্দরবান
সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি মহোদয়সহ বক্তারা গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন—
“গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতিটি ভোটারের নির্বিঘ্ন ও নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।”
তিনি আরও জানান, ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা জোরদার থাকবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয় এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।