
ইমরান হোসেন, আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির সাধারণ ছাত্র শাহরিয়ার খান নাফিজের ওপর ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্র শরীফ রহমান, অপু মিয়া, আদিয়াত হোসেন, আব্দুল হক মাহিন, ইমরান হোসেন, সজীব হাসান, সৌরভ আহমেদ, মোহাম্মদ আকিব রহমান ও মাজহারুল ইসলাম রাফাত। এছাড়া জনাব আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক সিয়াম মজুমদার এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চ বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লামিমও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
বক্তারা হামলাকারী বানিয়াচং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ আলী, ইশতিয়াক হাসান সাইমুম, সাব্বির রহমানসহ সকল সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি জানান এবং ভবিষ্যতে কোনো ছাত্র সংগঠন যেন সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অনুরোধ করেন।
উল্লেখ্য, ৬ নভেম্বর জেলা আসনের প্রার্থী জিল্লুর রহমান আযমী বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন নির্বাচনী বক্তব্য দেন। ঘটনাটি ভিডিও রূপে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় শাহরিয়ার খান নাফিজ ফেসবুকে লাইভ প্রতিবাদ জানান। এরপর থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
শেষ পর্যন্ত ৮ ডিসেম্বর বানিয়াচং পুরাতন পশু হাসপাতালের কাছে শাহরিয়ারকে হামলা করা হয়। নাফিজের পিতা, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, ঘটনার দিনই থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে শিবিরের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।