
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তারিকুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন শেষে তাকে উপজেলা ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি ন্যস্তকৃত কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সেকশন-১৪৪ এর ক্ষমতাও ব্যবহার করতে পারবেন। তারিকুল ইসলাম ১৮ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত ধরা হবে।
এর আগে, বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা গত ১৪ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন শোক প্রকাশ করেছে।
নতুন ইউএনও আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।