
বাঞ্ছারামপুরে থানার অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ ৩ মাদক কারবারী গ্রেফতার
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় থানার একটি চৌকস পুলিশ টিম সফল অভিযান পরিচালনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার বিকাল প্রায় ৪টা ৪৫ মিনিটে পৌরসভার দূর্গারামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা মূলে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. খাদিজা বেগম (৩০)
২. হালিমা বেগম (৩২)
৩. জান্নাতুল নেছা (২২)
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।