বিরলে ১৪ বছরের বালককে বলাৎকারের অভিযোগে মামলা: অভিযুক্ত সুমন আটক
মোঃ আক্তারুজ্জামান ( আক্তার)
বিরলে ১৪ বছরের এক বালককে বলাৎকারের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত সুমনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
মামলার বাদী জানান, গত সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টায় বিরল পৌরসভার অন্তর্গত হুসনা বাজারের রুপালী জুট মিলের পশ্চিম পার্শ্বে অবস্থিত এক পুকুর পাড়ের পাহারা দেয়ার ঘরের মধ্যে ১৪ বছরের বালককে জোরপূর্বক বলাৎকার করে অভিযুক্ত সুমন। অভিযুক্ত সুমন বিরল পৌর-শহরের হুসনা গ্রামের মৃত দাইমুদ্দিন আহম্মেদ এর ছেলে, বয়স ৩৫ বছর।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে অভিযুক্ত সুমনকে আটক করে আদালতে প্রেরণ করেছে।