
আরিফ হাসান গজনবী | রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্যা রহমতুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টায় মোংলা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমির কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় মোল্যা রহমতুল্লাহর পক্ষে উপস্থিত ছিলেন তার ছোট চাচা ডা. মোল্যা মোয়াজ্জেম হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা সদস্য শেখ আলামিন, মোংলা উপজেলার প্রধান সমন্বয়কারী মৃধা মাজেদুল ইসলাম, শেখ আবু হাসান এবং রামপাল উপজেলার প্রধান সমন্বয়কারী মাজিদুর রহমান জুয়েল।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে টেলিফোনে প্রতিক্রিয়ায় মোল্যা রহমতুল্লাহ বলেন, জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বিভিন্ন দল ও মতের প্রার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা আশা করি, সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।