![]()
শেখ তাইজুল ইসলাম, মংলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (NCP)-এর বাগেরহাট জেলা শাখার ৫৬ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজি কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক লায়ন আনোয়ারুল হোসেন উজ্জ্বল ৮ নভেম্বর ২০২৫ তারিখে এই কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটিতে
রেজোয়ানুল করিম রেজা – সভাপতি
মোঃ জাইদুল ইসলাম – সাধারণ সম্পাদক
নির্বাচিত হয়েছেন।
আংশিক কমিটির শীর্ষ ৫৬ সদস্যের মধ্যে উল্লেখযোগ্য—
সভাপতি: রেজোয়ানুল করিম রেজা
সিনিয়র সহ-সভাপতি: মীর রফিক
সাধারণ সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: রবিউল ইসলাম সজীব
সিনিয়র যুগ্ম-সম্পাদক: মোঃ হাবিবুর রহমান
যুগ্ম-সম্পাদক: মোঃ ওবায়দুল শেখ
সাংগঠনিক সম্পাদক: রফিকুল ইসলাম সবির
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ শাহরিয়ার ফাহাদ
মহিলা বিষয়ক সম্পাদক: কাজী আয়েশা
সহ–মহিলা বিষয়ক সম্পাদক: খান নাদিয়া ইয়াসমিন
এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদকসহ মোট ৫৬ জন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটি অনুমোদনের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নেতৃত্ব নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করে যে—
ডিজিটাল যুগে দলের আদর্শ ও বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে এবং সাইবার নিরাপত্তা ও অধিকার রক্ষায় বাগেরহাট জেলা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নেতৃবৃন্দ জানান, কমিটি দ্রুতই পূর্ণাঙ্গ গঠন প্রক্রিয়া সম্পন্ন করবে এবং জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় সাইবার ইউনিটকে শক্তিশালী করা হবে।
কেন্দ্রীয় নেতারা বলেন—
বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাগেরহাট জেলা সাইবার দল স্থানীয় পর্যায়ে সাইবার ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।
নতুন কমিটির কার্যক্রম শুরু হলে জেলার সামগ্রিক সাইবার নিরাপত্তা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি রেজোয়ানুল করিম রেজা বলেন—
“আমাকে দায়িত্ব প্রদান করায় প্রতিষ্ঠাতা সভাপতি হাজী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার উজ্জ্বলসহ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।
আমি বাগেরহাট জেলা সাইবার দলকে সুসংগঠিত করতে সবার সহযোগিতা কামনা করছি।
দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অগ্রণী ভূমিকা রাখতে আমরা কাজ করে যাবো। সবার দোয়া প্রার্থনা করছি।”