শেখ তাইজুল ইসলাম মংলা বাগেরহাট
বাগেরহাট শহরে সন্ত্রাসী হামলায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাগেরহাট পৌর বিএনপি'র সদস্য হায়াত উদ্দিন (৪২)নিহত হয়েছেন শুক্রবার ৩ অক্টোবর বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হায়াত উদ্দিন কে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হায়াত উদ্দীনের মৃত্যুর কথা ছড়িয়ে পড়লে বাগেরহাটের সাংবাদিক সমাজ রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিননের ছেলে হায়াত উদ্দিন দীর্ঘদিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করে আসছিলেন নিহত হায়াত উদ্দীনের দুই কন্যা সন্তান রয়েছে।
তিনি সাম্প্রতিক বাগেরহাট পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান সন্ত্রাসী হামলায় হায়াত উদ্দিন নিহত হয়েছেন তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে ও ঘটনাস্থলে তদন্ত চলছে তবে এখনো নিশ্চিন্তভাবে বলা যাচ্ছে না কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।