শেখ তাইজুল ইসলাম
মংলা প্রতিনিধি, আমার সকাল ২৪
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের অসহায় পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গোলাম মোস্তফার স্ত্রী শাহিনা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। অন্যদিকে একমাত্র সন্তান জন্ম থেকেই প্রতিবন্ধী। সংসারের খরচ মেটাতে ভ্যান চালিয়েও তিনি চিকিৎসার ব্যয় বহন করতে পারছিলেন না। স্ত্রীর চিকিৎসার জন্য ইতোমধ্যে বসতবাড়ির জমি বিক্রি এবং ধার-দেনার পরও অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়।
এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি লন্ডনে অবস্থানরত তারেক রহমানের নজরে আসে। পরে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গোলাম মোস্তফার বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করে এবং চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয়।
প্রতিনিধি দলে ছিলেন— বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং ছাত্রদলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার আবু হানিফসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আর্থিক সহায়তা গ্রহণকালে শাহিনা বেগম আবেগাপ্লুত হয়ে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধি দলের সদস্যরা জানান, তারেক রহমানের নির্দেশে এ পরিবারটির পাশে দাঁড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও চিকিৎসা-সহায়তা অব্যাহত থাকবে।