শেখ তাইজুল ইসলাম, মংলা (বাগেরহাট):
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসনের বিলুপ্তি ও আরেকটি আসন বিভাজনের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে সর্বাত্মক সর্বদলীয় অবরোধ পালিত হয়েছে।
বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বাগেরহাটের কাটাখালী ও নওয়াপাড়া মোড়ে ব্যারিকেড বসিয়ে কর্মসূচি পালন করে। এতে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধ দুপুর ১টা পর্যন্ত চলায় পুরো জেলায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে বাগেরহাট জেলা সর্বদলীয় নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন— বাগেরহাটের চারটি আসন পূর্ণবহাল না করা হলে বাগেরহাট জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে। পাশাপাশি মংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেয়ারও হুমকি দেন তারা।