
মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি
যশোরের শার্শার বাগআঁচড়া এলাকায় ভেজাল গুড় তৈরির অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়ে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ঘোষপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম। অভিযানে নকল গুড় তৈরির দায়ে আলী আহম্মেদ (৬০) ও নয়ন মিয়া (৩৪) কে প্রত্যেকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় নকল খেজুরের গুড় জব্দ করে নষ্ট করা হয়।
অপর একটি অভিযানে বাগআঁচড়া বাজারের সততা মোবাইল স্টোর নামে দোকানে এলপিজি গ্যাস বিক্রয়ের মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার নিয়াজ মাকদুম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুর ও আখের গুড় তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ভোক্তা অধিদপ্তরের প্রতিনিধি সেলিমুজ্জামান, শার্শা উপজেলা স্যানিটারি অফিসার সেফালি খাতুন, পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা।