
মোহাম্মদ রিদায়া হোসেন, যশোর জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির ব্যাপক গণসমর্থন তুলে ধরে বাগআঁচড়ায় এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় বাগআঁচড়া ইউনাইটেড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ উঠান বৈঠক দুপুর থেকেই জনসমুদ্রে রূপ নেয়। বিকাল ৩টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুপুর ২টা থেকে খণ্ড খণ্ড মিছিল মাঠে প্রবেশ করতে শুরু করলে পুরো বাগআঁচড়া এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।
এ ছাড়াও উপস্থিত ছিলেন—
শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন।
এছাড়া কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আব্দুল হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মণ্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ অন্যান্য নেতাকর্মী।