
চট্টগ্রাম প্রতিনিধি
— সাহিল মাহমুদ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লোহাগাড়ার যুবক মোবারক হোসেন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মোবারক হোসেন লোহাগাড়া উপজেলার চরম্বা রাবার ড্যাম এলাকার বাসিন্দা। তিনি লোহাগাড়া বটতলী শহরের একটি মোবাইল ফোনের দোকানে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের কর্মস্থলের মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আবদুল্লাহ বাবলু।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বাঁশখালী উপজেলায় বেড়াতে গিয়ে মোবারক হোসেন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।