
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
বাংলাদেশে পরিচালিত বিভিন্ন গবেষণায় দেখা গেছে, স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর প্রায় ৫৮ শতাংশের ক্ষেত্রে লুমিনাল এ (Luminal A) ও লুমিনাল বি (Luminal B) ধরনের ক্যান্সার পাওয়া যায়।
লুমিনাল এ এবং বি কী?
স্তন ক্যান্সারকে সাধারণত হরমোন রিসেপ্টর এবং প্রোটিনের উপস্থিতির ভিত্তিতে ভাগ করা হয়।
লুমিনাল এ (Luminal A)
সবচেয়ে সাধারণ ধরন।
ইস্ট্রোজেন রিসেপ্টর (ER) ও প্রোজেস্টেরন রিসেপ্টর (PR) পজিটিভ, HER2 নেগেটিভ।
ধীরে বৃদ্ধি পায় এবং চিকিৎসায় সুফল বেশি।
লুমিনাল বি (Luminal B)
ER ও PR পজিটিভ, তবে HER2 পজিটিভ থাকতে পারে অথবা Ki-67 প্রোটিনের মাত্রা বেশি।
লুমিনাল এ-র তুলনায় কিছুটা দ্রুত বৃদ্ধি পেতে পারে।
চিকিৎসা ও সচেতনতা:
লুমিনাল এ ও বি ক্যান্সারে হরমোন থেরাপি (যেমন: ট্যামোক্সিফেন) অত্যন্ত কার্যকর। সঠিক সময়ে শনাক্ত করলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি।
নিয়মিত ম্যামোগ্রাফি বা ব্রেস্ট সেলফ-এক্সামিনেশন করে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা জরুরি। স্তন ক্যান্সারের কোনো লক্ষণ দেখা দিলে অভিজ্ঞ অনকোলজিস্টের পরামর্শ নিন।