
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪।
যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত এলাকা নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সুনসান নীরবতা দেখা দিয়েছে। দেশটিতে অভিবাসন ইস্যুতে ধরপাকড়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বাংলাদেশিদের নিয়ে যে তথ্য দিয়েছেন, তাতে আতঙ্ক আরও বেড়েছে।
ট্রাম্প তার মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোস্যালে একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে বিভিন্ন দেশের অভিবাসীরা কতটা সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছেন তা দেখানো হয়েছে। তালিকায় ২০তম স্থানে বাংলাদেশ রয়েছে, যেখানে ৫৪ শতাংশ বাংলাদেশি পরিবার সরকারি সুবিধা ভোগ করছে।
যুক্তরাষ্ট্রের আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী বলেছেন, “যারা বৈধভাবে অবস্থান করছেন তাদের ভয়ের কোনো কারণ নেই। তবে কেউ অবৈধভাবে সুবিধা নিচ্ছে, তারা আইনের আওতায় আসবে।” তিনি সবাইকে আইনি প্রক্রিয়া মেনে চলার পরামর্শ দিয়েছেন।
এদিকে, ডেমোক্র্যাট শাসিত ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কসহ পাঁচটি অঙ্গরাজ্যে ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে চাইল্ড কেয়ার ও সামাজিক সেবাসহ সরকারি সুযোগ-সুবিধা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।