
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজ শেষ হলো।
শোকবার্তায় উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে সাহসী নেতৃত্ব, গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রাম চালানো এক দৃঢ় চেতার নেত্রী। তিনি দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে এবং নারীর ক্ষমতায়নে তার নেতৃত্ব বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
বার্তায় আরও বলা হয়, রাজনৈতিক শিষ্টাচারে সমকালের মধ্যে তার তুলনা বিরল, প্রতিপক্ষের আক্রমণে তিনি কখনো প্রতিশোধ করেননি। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তিনি জাতির জন্য বাতিঘরের ভূমিকা পালন করেছেন।
শোকবার্তায় তার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোক প্রকাশ করা শিক্ষকদের মধ্যে রয়েছেন:
ড. আবদুল আলিম বছির, জনাব মো: মেহেদী হাসান সোহাগ, ড. গাজী জহিরুল ইসলাম, ড. মোহাম্মদ মাহফুজ আলম, মো: সাদেকুর রহমান, ড. ফেরদৌসী জামান তনু, জনাব রিজওয়ানা ইসলাম, ড. মো: আরিফ উল ইসলাম, জনাব শাহাদাৎ হোসেন, জনাব তাসনিম যেরিন এবং ড. গাজী মো: সাখাওয়াত হোসেন।