
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকায় শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাদ্রাসার ৩৫ শিক্ষার্থী ও শিক্ষক মাগরিবের নামাজে পাশের মসজিদে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় পুরো মাদ্রাসা দাউ দাউ করে জ্বলে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম জানান, নামাজ শেষে আগুনের খবর পেয়ে তারা ছুটে গিয়ে মাদ্রাসার অবস্থা দেখেন।