হবিগঞ্জ প্রতিনিধি
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ, ২৪ মে ২০২৫: হবিগঞ্জ সদর উপজেলার বাংলা পুকুরে আয়োজিত বরশি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতায় বিশাল আকৃতির কাতল মাছ ধরে ৩য় স্থান অর্জন করেছেন মাধবপুর উপজেলার শিকারি আজগর ভান্ডারী ও মিলন ভান্ডারী।
দূরদূরান্ত থেকে আগত মৎস্য শিকারিদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ২নং চৌমহনী ইউনিয়নের রাজনগর গ্রামের দুই শিকারি আজগর ও মিলন বরশি দিয়ে একটি বিশাল কাতল মাছ ধরেন। তাদের এই কৃতিত্বের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
শুক্রবার সকালে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। বিশাল আকারের মাছ দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
শিকারি আজগর ভান্ডারী বলেন, “পুরস্কার বড় কথা নয়, আমি মাছ শিকার করতে অনেক ভালোবাসি। ভালোবাসা থেকেই এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
এদিকে এলাকাবাসীর মতে, বরশি দিয়ে এত বড় মাছ ধরা একেবারেই বিরল ঘটনা।