
বরগুনা প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী সচেতনতা কোর্স–২০২৬”। মঙ্গলবার (২০ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কোর্সে শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক ও সামাজিক কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর উদ্যোগে এবং বরগুনা সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ কোর্সে সহযোগিতা করে ২৫ বিএনসিসি ব্যাটালিয়ন, সুন্দরবন রেজিমেন্ট, খুলনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ও বিএনসিসির লেফটেন্যান্ট কর্নেল ড. মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ আহসান হাবিব ও রসায়ন বিভাগের প্রভাষক মোঃ হাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন পিইউও মোঃ গোলাম মাওলা, সামরিক প্রশিক্ষক সার্জেন্ট সুজন কুমার মজুমদার এবং মাদকবিরোধী সচেতনতা বিষয়ে প্রধান বক্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলী হায়দার।
বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতির দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষাংশে “মাদক নয়, শৃঙ্খলাই শক্তি” স্লোগানকে ধারণ করে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ কোর্সে বিএনসিসির ক্যাডেটসহ কলেজের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।