
মোঃ জাহিদুল ইসলাম জিহাদী, ক্রাইম রিপোর্টার,
বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের নদী ভাঙন থেকে বাঁচতে নলটোনা গ্রামবাসী মানববন্ধন করেছে। ৩১ অক্টোবর সকাল ১১টায় ইউনিয়ন এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন।
স্থানীয়রা জানান, নদী ভাঙনের কারণে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হারিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে কার্যকর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা সতর্ক করে বলেন, এখনই ব্যবস্থা না নিলে নলটোনার বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।