
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান |
বরগুনা জেলার সদর, আমতলী ও তালতলী উপজেলার প্রায় ২৮০ কিলোমিটারের বেশি পাকা সড়কের এখন বেহাল দশা। গত তিন-চার বছরে এসব সড়কের রক্ষণাবেক্ষণে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বরগুনা জেলা এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী জানান, সড়ক রক্ষণাবেক্ষণের জন্য ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৩০০ কোটি টাকার প্রয়োজন, কিন্তু বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৩০ কোটি টাকা। তার মধ্যে বকেয়া বিল পরিশোধে চলে গেলে অবশিষ্ট থাকে মাত্র ১৮ কোটি টাকা—যা দিয়ে জেলার সড়ক সংস্কার কার্যত অসম্ভব।
তিনি আরও বলেন, “আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই, কিন্তু পর্যাপ্ত ফান্ড না থাকায় বড় কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।”
সড়কের এই নাজুক অবস্থার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে রোগী পরিবহন—সবকিছুই মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বরগুনা সদর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবির, আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মিঠু মৃধা এবং তালতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান আলম মুন্সি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
জেলার সর্বস্তরের নাগরিক এখন দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।
বরগুনায় সড়কের বেহাল দশা, ফান্ডের অভাবে স্থবির রক্ষণাবেক্ষণ
বরগুনা জেলার সদর, আমতলী ও তালতলী উপজেলার প্রায় ২৮০ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। এলজিইডির প্রধান প্রকৌশলী জানিয়েছেন, ৩০০ কোটি টাকার প্রয়োজন হলেও বরাদ্দ মাত্র ৩০ কোটি টাকা। এতে সড়ক সংস্কার কার্যত অসম্ভব হয়ে পড়েছে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে।