
মোঃজাহিদুল ইসলাম
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইটবাড়িয়া থেকে গাবতলা বাজার হয়ে মস্তকটানা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। চলাচলের অনুপযোগী এই সড়কে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা।
রাস্তাটির এমন করুণ অবস্থার প্রতিবাদে সোমবার এলাকাবাসী ভিন্নধর্মী কর্মসূচি গ্রহণ করেন। তারা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এই সড়ক সংস্কার বা পাকাকরণের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরাও ভোগান্তিতে পড়ছেন।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কাদা মাড়িয়ে চলাচল করতে হয়। অনেক সময় অ্যাম্বুলেন্সও এ পথে চলতে না পেরে বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য হয়।
তাদের দাবি, দ্রুত এ সড়ক সংস্কার করে পাকাকরণের ব্যবস্থা করা হোক। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।