
মোঃ জাহিদুল ইসলাম
ক্রাইম রিপোর্টার
আসন্ন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বরগুনা-১ আসন (১০৯) আমতলী-তালতলী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বরগুনা জেলা আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পথসভায় সভাপতিত্ব করেন ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের সাবেক বিএনপি আহ্বায়ক বাড়ি আজাদ বারেক।
অনুষ্ঠানটির আয়োজন করে ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। এতে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।