
মোঃ জাহিদুল ইসলাম ক্রাইম রিপোর্ট
বরগুনার তালতলী উপজেলায় নৌবাহিনীর বিশেষ অভিযানে ৩২ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের সময় ‘কালবেলা’ লেখা স্টিকারযুক্ত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে একজনকে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে দেখে থামানো হলে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার হয়।
নৌবাহিনী সদস্যরা উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলসহ আটক ব্যক্তিকে তালতলী থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তবে ‘কালবেলা’ প্রতিনিধি পরিচিত আরেকজন অভিযুক্ত পলাতক রয়েছে।
তালতলী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক কারবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”