
মোঃ জাহিদুল ইসলাম জিহাদী ক্রাইম রিপোর্টার
বরগুনার বামনায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মহাসমাবেশ, যা এলাকাবাসীর কাছে পরিণত হয় এক ঐতিহাসিক জনসমুদ্রে। ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে হাজারো মানুষ সমবেত হন বামনার মাঠে। জনতার ঢল আর স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে নতুন প্রত্যয়ের বার্তায়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন এডভোকেট মুয়াযযাম হোসান হেলাল। তিনি বলেন, “জনগণ জেগে উঠলে অন্যায় টেকে না। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আজ জনগণের এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।” তাঁর বক্তব্যে জনতার মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ হারুন, ডা. সুলতান আহমেদ, মাওলানা আবু জাফর মো. সালেহ, মো. শামীম আহমেদ এবং মোঃ জলিল আকন্দ। বক্তারা বলেন, দেশের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
সমাবেশের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা সাইদুর রহমান। তিনি বলেন, “জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। ন্যায় ও ইনসাফের পথে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”
দোয়া মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে। তবে উপস্থিত জনতার উৎসাহ ও উচ্ছ্বাস প্রমাণ করে—বামনাবাসী ন্যায়ভিত্তিক পরিবর্তনের প্রত্যাশায় একত্রিত হয়েছে নতুন প্রত্যয়ে।