
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
বরগুনার আমতলীতে শিক্ষক অপহরণ ও চাঁদাবাজির আলোচিত মামলার অন্যতম আসামি তোতা তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে রোববার (২ নভেম্বর) তাকে আটক করা হয়।
আমতলী থানার তদন্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তোতা তালুকদারের অবস্থান শনাক্ত করা হয়। পরে পটুয়াখালী র্যাব-৮ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আমতলী ও তালতলী থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।
থানা সূত্রে জানা গেছে, তোতা তালুকদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাতে সন্ত্রাসী মিজানুর রহমান ও আবুল কালাম আজাদ (নয়া তালুকদার)সহ একাধিক সহযোগী মিলে আমতলীর চরকগাছিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামকে বিদ্যালয়ের হোস্টেল থেকে অগ্নেয়াস্ত্রের মুখে অপহরণ করে। পরে তাকে ঘোপখালী এলাকার একটি কলা বাগানে নিয়ে লোহার রড দিয়ে রাতভর নির্যাতন চালানো হয়।
ঘটনার এক সপ্তাহ পর ভুক্তভোগী শিক্ষক রফিকুল ইসলাম মিজানুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন— আবুল কালাম আজাদ (নয়া মিয়া), তোতা তালুকদার ও সেলিম তালুকদার।