
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চার নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মন্নাফ হাওলাদারের স্ত্রী পশারি বেগম (৪৫), ছেলে বিধান চন্দ্র নিপতি (৩৫), মেয়ে লাভলী বেগম (৩০), প্রতিবেশী শ্যমলী বেগম (২৫, অন্তঃসত্ত্বা) এবং মন্নাফ হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ তক্তাবুনিয়ার ১৫ শতাংশ জমির দখল নিয়ে মন্নাফ হাওলাদার ও জামাল গাজীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১১ নভেম্বর ওই জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারে একবার সংঘর্ষও হয়। পরে উভয় পক্ষ আদালতে মামলা করেন।
জামাল গাজীর করা মামলায় বর্তমানে মন্নাফ হাওলাদার ও তার ১১ জন স্বজন কারাগারে রয়েছেন।
মন্নাফ হাওলাদারের স্বজনরা কারাগারে থাকার সুযোগে শুক্রবার বিকেলে জামাল গাজীর ভাই আরিফ গাজীর নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল বিরোধপূর্ণ জমির ধান কাটতে যায়। এ সময় মন্নাফ হাওলাদারের বাড়ির নারীরা বাধা দিলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করেন।
এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।