
মোহাম্মদ জাহিদুল ইসলাম জিহাদী
ক্রাইম রিপোর্টার
বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পতাকাটা গ্রামের কয়েকজনের মাদক ব্যবসা, মাদক সেবন, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ছগির হাওলাদার, আবুল কালাম আকন ও মোঃ ছগির মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন, চুরি ও ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও দাবি করেন তারা। অভিযোগ আছে—তাদের কারণে মা-বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং গ্রামের শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে।
আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) বরগুনা সদর উপজেলার পতাকাটা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামবাসী ছাড়াও বাবুগঞ্জ বাজার এলাকার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, বিএনপি নেতা মোহাম্মদ মনিরুর ইসলাম মামুন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, অপরাধীরা দীর্ঘদিন ধরে এলাকার শান্তি বিনষ্ট করছে। চুরি-ছিনতাই ও মাদকের কারণে যুবসমাজ ক্ষতির মুখে পড়ছে। তারা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় গ্রামবাসীরা একযোগে দাবি জানান—
অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন ভবিষ্যতে কেউ অপরাধ করতে সাহস না পায়।