আমার নীল দরিয়ার মাঝি.......
তোরা দে রে দে ছাড়িয়া...........(২)
একুল ওকুল বাঁধ ভাঙ্গিয়া
ফারাক্কা আসছে যেন ধেইয়া(২)
যাবে কোথায় পালাইয়া
পদ্মা পাড়ের দুঃখী ও মায়েরা
তোরা আয়না সবাই আয়
একটু হাত বাড়াইয়া।
ও ও ও আমার নীল দরিয়ার মাঝি
তোরা দে না দে ছাড়িয়া (২) ঐ
আমার দেশ কত সুন্দর
সবুজ, শ্যামল ফসলে ভরা মাঠ
অর্ধ পাকা ধান, সবজি কত ফল(২)
গেল সবকিছু ভাসাইয়া
হাজারও গবাদী পশু,ঘর- বাড়ি সবকিছু
বন্যা নিল কাড়িয়া..আ...........
অথৈ জলে ডুবাইয়া
ওরে ও মাঝি আয়না
আমায় নিয়ে যা না।। ঐ