আন্তর্জাতিক ডেস্ক | আমার সকাল ২৪
যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আরবি ভাষার টিভি চ্যানেল আল হুররার সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে। চ্যানেলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর দিয়েছে ডন।
ইরাকে সামরিক আগ্রাসনের পর কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার প্রভাব মোকাবিলায় ২০০৪ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন চ্যানেলটি চালু করে। প্রতিষ্ঠার পর থেকে এটি ২২টি দেশে সংবাদ পরিবেশন করে আসছিল।
আল হুররা মূলত একটি যুক্তরাষ্ট্রভিত্তিক আরবি ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল, যা মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্ক (MBN)-এর মাধ্যমে পরিচালিত হতো। চ্যানেলটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলে সংবাদ সম্প্রচার করত।
চ্যানেলটির কর্তৃপক্ষ শনিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তহবিল বন্ধ করে দেয়ার পর সম্প্রচার বন্ধ এবং অধিকাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, বিলিয়নিয়ার ইলন মাস্কের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে সরকার-সমর্থিত গণমাধ্যমে ব্যয় হ্রাসের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন গত মাসে সকল আর্থিক অনুদান বন্ধ করার ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় প্রথমে ভয়েস অব আমেরিকার অর্থায়ন বন্ধ করা হয়, আর এবার বন্ধ হচ্ছে আল হুররার সম্প্রচার।