[২২ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ]
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আসাদউজ্জামান-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব পালনের দীর্ঘ সময় শেষে সহকর্মীদের ভালোবাসা ও সম্মাননা গ্রহণ করে তিনি আবেগাপ্লুত হন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফরিদপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম। এসময় তিনি আসাদউজ্জামানের কর্মনিষ্ঠা, সাহসিকতা ও মানবিক নেতৃত্বের প্রশংসা করেন।
স্মৃতিচারণ পর্বে বিদায়ী পুলিশ পরিদর্শক মোঃ আসাদউজ্জামান বলেন,
“ফরিদপুরে কাজ করার অভিজ্ঞতা আমার কর্মজীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসা সর্বদা আমাকে অনুপ্রাণিত করেছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর
জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর
জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ
অনুষ্ঠানটি আয়োজন করে মিডিয়া অ্যান্ড পিআর সেল, ফরিদপুর জেলা পুলিশ।