প্রতিবেদনঃ সাজেদুল ইসলাম রাসেল বিশেষ প্রতিনিধি: বগুড়া।
ছবিঃ মো:রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা পুলিশের মোকামতলা তদন্ত কেন্দ্রের একটি বিশেষ অভিযানে ৭ লক্ষ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলার মোকামতলা রুবেল সি.এন.জি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশ একটি স্কুল ব্যাগ থেকে ৫০০ টাকার মোট ১,৪০০টি জাল নোট (মোট মূল্য ৭ লক্ষ টাকা) উদ্ধার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো– মো: রিয়াজুল ইসলাম (৩৯), পিতা মৃত ইসমাইল হোসেন, মাতা মোছা: জরিনা বেগম। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।