✍ আল আমিন শেখ, স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে তিন কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট ২০২৫) রাত ১২টা ৫ মিনিটে শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র।
গ্রেপ্তারকৃতরা হলেন:
কুরাইশ আহম্মেদ (২৫)
পিতা: মো. ইসরাইল মিয়া
মাতা: মোছাঃ মনজুয়ারা বেগম
ঠিকানা: চর পশ্চিম ধনীরাম, ফুলবাড়ী, কুড়িগ্রাম।
মো. রাজু মিয়া (৩২)
পিতা: মৃত আবুল বাশার
মাতা: মৃত ভানু মতি
ঠিকানা: সাতপাটকি মহেন্দ্রনগর, লালমনিরহাট।
মো. আঃ রাজ্জাক (২১)
পিতা: মো. মোকছেদুল হক
মাতা: মোছাঃ রোজিনা বেগম
ঠিকানা: বস্তি খাটামারি, লালমনিরহাট।
তাদের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।