সাজেদুল ইসলাম রাসেল বিশেষ প্রতিনিধি বগুড়া ।
বগুড়া জেলায় হত্যা মামলার পলাতক আসামি মোঃ রফিকুল ইসলাম রফিক অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।
জানা যায়, গত ২২ সেপ্টেম্বর (২০২৫) দুপুরে আদালতে হাজিরা দিতে বগুড়া জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে চীফ জুডিশিয়াল আদালতে আনা হয়। হাজিরা শেষে আদালতের দোতলার হাজতখানা থেকে অন্যান্য আসামিদের সাথে নীচে নামানোর সময় সে কৌশলে পালিয়ে যায়।
ঘটনার পরপরই ডিবি ও থানা পুলিশ যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অবশেষে ২৩ সেপ্টেম্বর রাত ৯টা ৫ মিনিটে বগুড়ার আদমদিঘী উপজেলার বাগিচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় দুপচাঁচিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।